West Bengal

5 days ago

Murshidabad: বন্দুক উঁচিয়ে ক্লাসে দুই পড়ুয়া, মুর্শিদাবাদের স্কুলে হুলস্থুল কাণ্ড

Two students raised a gun in the class
Two students raised a gun in the class

 

মুর্শিদাবাদ, ২২ জুন: বন্দুক হাতে সোজা ক্লাসরুমে ঢুকে পড়ে নবম শ্রেণির এক ছাত্র। আর এই ঘটনাকে ঘিরে শনিবার আতঙ্ক দেখা দেয় মুর্শিদাবাদের রেজিনগর থানার আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে।

স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত দুই ছাত্রকে আটক করে নিয়ে যায়৷ বন্দুকটি আসল না নকল, তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও, শিক্ষকদের একটি অংশের দাবি, প্রাথমিক ভাবে ছাত্রের হাতে থাকা বন্দুকটি দেখে তাঁদের একনলা বন্দুক বলেই মনে হয়েছে।

জানা গিয়েছে, শনিবার সকালে ক্লাস চলাকালীন রেজিনগরের আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির দুই ছাত্রের হাতে বন্দুক দেখতে পায় সহপাঠীরা। অভিযোগ, বন্দুক দেখিয়ে ক্লাসের অন্য পড়ুয়াদের ভয় দেখাচ্ছিল ওই দুই পড়ুয়া। বিষয়টি শিক্ষকদের নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুই ছাত্রের হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নিয়ে তাদের বাড়িতে খবর দেওয়া হয়। স্কুলে পৌঁছন ওই ছাত্রের বাবা। স্কুলে আসে রেজিনগর থানার পুলিশও৷ পুলিশ বন্দুকটি উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য আটক করে দুই পড়ুয়াকে।

আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম বলেন, ‘‘পড়ুয়াদের কাছ থেকে খবর পাই যে, ওর কাছে একটি দেশি বন্দুক আছে। আমরা কোনও রকম ঝুঁকি না নিয়ে পুলিশকে খবর দিয়েছি। পুলিশ দু’জনকে আটক করেছে। বন্দুক কোথা থেকে এল, কী ভাবে এল, তা তদন্তকারীরা খতিয়ে দেখবেন।’’


You might also like!