Festival and celebrations

2 months ago

Krishna Janmashtami 2025: মথুরায় ধুমধামের সঙ্গে পালিত জন্মাষ্টমী, সেজে উঠেছে শ্রীকৃষ্ণের মন্দির

Shri Krishna Janmabhoomi Temple
Shri Krishna Janmabhoomi Temple

 

মথুরা, ১৬ আগস্ট : উত্তর প্রদেশের মথুরায় ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব জন্মাষ্টমী। অপরূপ সৌন্দর্য্যে সাজিয়ে তোলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। শনিবার সকালে মথুরার শ্রী কৃষ্ণ জন্মভূমি মন্দিরে মঙ্গলারতি পরিবেশিত হয়, সেই সময় অনেক ভক্ত উপস্থিত ছিলেন। জন্মাষ্টমী উৎসবের প্রেক্ষিতে সুরক্ষা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হয়েছে। ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে সমগ্র মথুরাজুড়ে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। মথুরায় সাজিয়ে তোলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। জন্মাষ্টমী উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন মথুরায়। মথুরা ছাড়াও বৃন্দাবন, দ্বারকা, এবং ইস্কন মন্দিরগুলিতেও জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশেষ পুজোর আয়োজন করা হয়। পুরাণ মতে, দ্বাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসাবে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের কোলে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। যে তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, সেই তিথিটিই জন্মাষ্টমী হিসাবে পালিত হয়।

You might also like!