Breaking News
 
Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ

 

Festival and celebrations

1 month ago

Jagaddhatri puja 2025: কোথাও ঐতিহ্য, কোথাও আধুনিকতার ছোঁয়া — এক ক্লিকেই জেনে নিন জগদ্ধাত্রী পুজোর থিমের বিষয় ভাবনা!

Chandannagar Jagadhatri Puja 2025
Chandannagar Jagadhatri Puja 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জগদ্ধাত্রী পুজোয় উৎসবের রঙে রঙিন চন্দননগর। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষের ভিড় উপচে পড়ছে শহরজুড়ে। রেল, সড়ক ও নদীপথে রাজ্যের নানা প্রান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। নিরাপত্তার জন্য হুগলির এই ঐতিহ্যবাহী শহরটি সিসিটিভির নজরদারিতে আচ্ছাদিত।

পুলিশ কমিশনার অমিত পি. জাভালগি জানিয়েছেন, আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখানে ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছেন কমিশনারেটের আধিকারিকরা। শহরের রাস্তায় মোতায়েন রয়েছেন সাদা পোশাকের পুলিশ সদস্যরা। পাশাপাশি, মহিলা পুলিশ কর্মীরাও রাস্তায় টহল দিচ্ছেন। উইনার্স টিম ও পিঙ্ক মোবাইল টিমের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করছেন। কোথাও থিমের আড়ম্বর, তো কোথাও সাবেকিয়ানার ছোঁয়ায় সেজে উঠেছে মণ্ডপগুলো। চতুর্থী রাত থেকেই শুরু হয়েছে নির্ঘুম প্যান্ডেল হপিংয়ের উৎসব।

* প্রথার টানে, প্রতি বছরের মতো এ বছরও তেমাথা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির রানী মাকে দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

* চন্দননগরের বড় তালডাঙ্গা জগদ্ধাত্রী পূজা কমিটির এবারের থিম চোখ থাকতে কানা। তাদের মণ্ডপ জুড়ে কুসংস্কার বিরোধী বার্তা।

* বোড় সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির এবারের ভাবনা রাজদুয়ারে হৈমন্তিকা। প্রতি বছরের মতো এবার বহু দর্শনার্থী ইতিমধ্যে মণ্ডপ চত্বরে ভিড় জমাতে শুরু করেছেন।

* বনকাপাশির শোলার সাজে সেজেছে মনসাতলা সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির মণ্ডপ। তাদের এবারের থিম ডাকের ইতিকথা।

* লিচুতলা জগদ্ধাত্রী বারোয়ারি পূজা কমিটির এবারের থিম বিবর্তন। মোবাইলের যুগে ধীরে ধীরে সংবাদপত্র পড়ার অভ্যাস হারাচ্ছেন সাধারণ মানুষ সেটিই থিম ভাবনায় ফুটিয়ে তুলেছেন পুজো কমিটির সদস্যরা।

* হরিদ্রডাঙ্গা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটিতেও ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। থিমের সঙ্গে মানানসই প্রতিমা। ডাকের সাজে সেজেছে প্রতিমা।

You might also like!