Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Festival and celebrations

2 weeks ago

Jagaddhatri puja 2025: কোথাও ঐতিহ্য, কোথাও আধুনিকতার ছোঁয়া — এক ক্লিকেই জেনে নিন জগদ্ধাত্রী পুজোর থিমের বিষয় ভাবনা!

Chandannagar Jagadhatri Puja 2025
Chandannagar Jagadhatri Puja 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জগদ্ধাত্রী পুজোয় উৎসবের রঙে রঙিন চন্দননগর। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষের ভিড় উপচে পড়ছে শহরজুড়ে। রেল, সড়ক ও নদীপথে রাজ্যের নানা প্রান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। নিরাপত্তার জন্য হুগলির এই ঐতিহ্যবাহী শহরটি সিসিটিভির নজরদারিতে আচ্ছাদিত।

পুলিশ কমিশনার অমিত পি. জাভালগি জানিয়েছেন, আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখানে ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছেন কমিশনারেটের আধিকারিকরা। শহরের রাস্তায় মোতায়েন রয়েছেন সাদা পোশাকের পুলিশ সদস্যরা। পাশাপাশি, মহিলা পুলিশ কর্মীরাও রাস্তায় টহল দিচ্ছেন। উইনার্স টিম ও পিঙ্ক মোবাইল টিমের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করছেন। কোথাও থিমের আড়ম্বর, তো কোথাও সাবেকিয়ানার ছোঁয়ায় সেজে উঠেছে মণ্ডপগুলো। চতুর্থী রাত থেকেই শুরু হয়েছে নির্ঘুম প্যান্ডেল হপিংয়ের উৎসব।

* প্রথার টানে, প্রতি বছরের মতো এ বছরও তেমাথা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির রানী মাকে দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

* চন্দননগরের বড় তালডাঙ্গা জগদ্ধাত্রী পূজা কমিটির এবারের থিম চোখ থাকতে কানা। তাদের মণ্ডপ জুড়ে কুসংস্কার বিরোধী বার্তা।

* বোড় সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির এবারের ভাবনা রাজদুয়ারে হৈমন্তিকা। প্রতি বছরের মতো এবার বহু দর্শনার্থী ইতিমধ্যে মণ্ডপ চত্বরে ভিড় জমাতে শুরু করেছেন।

* বনকাপাশির শোলার সাজে সেজেছে মনসাতলা সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির মণ্ডপ। তাদের এবারের থিম ডাকের ইতিকথা।

* লিচুতলা জগদ্ধাত্রী বারোয়ারি পূজা কমিটির এবারের থিম বিবর্তন। মোবাইলের যুগে ধীরে ধীরে সংবাদপত্র পড়ার অভ্যাস হারাচ্ছেন সাধারণ মানুষ সেটিই থিম ভাবনায় ফুটিয়ে তুলেছেন পুজো কমিটির সদস্যরা।

* হরিদ্রডাঙ্গা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটিতেও ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। থিমের সঙ্গে মানানসই প্রতিমা। ডাকের সাজে সেজেছে প্রতিমা।

You might also like!