লাহোর, ১৭ আগস্ট : পাকিস্তানের পঞ্জাব প্রদেশে লাইনচ্যুত হয়ে গেল একটি যাত্রীবাহী ট্রেন। এই ট্রেন দুর্ঘটনায় চারটি বগি লাইনচ্যুত হয়ে গেলে একজনের মৃত্যু হয়েছে ও কমপক্ষে ১৮ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার পঞ্জাব প্রদেশের লোধরান রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি পেশোয়ার থেকে করাচি যাচ্ছিল।
ক্ষতিগ্রস্ত কোচ থেকে কমপক্ষে ১৯ জন আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে একজনের মৃত্যু হয়। আরও দুই যাত্রীর অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও অজানা, তা তদন্ত করে দেখা হচ্ছে।