kolkata

1 week ago

Flyover In Kolkata : শহরের ৪ সেতুর দ্রুত সংস্কারে তৎপর কেএমডিএ!

Kolkata Flyover (Symbolic Picture)
Kolkata Flyover (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কেএমডিএ কলকাতার ৪টি সেতু সংস্কারের কাজ শুরু করতে চলেছে। কেএমডিএ-র কর্তারা কলকাতা পুলিশকে ওই সেতুগুলো সংস্কারের কথা জানিয়েছে। সেতুগুলো সংস্কারের কাজ শুরু হবে পুলিশ অনুমতি দেওয়ার পরেই। কেএমডিএ সুত্রে খবর, সাধারণ মানুষের সুবিধায়, রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত কাজ করার পরিকল্পনা রয়েছে। তবে সবটা নির্ভর করছে পুলিশের অনুমতির উপর।

যে সেতুগুলি সংস্কার হবে, সেগুলি হলঃ পুরোনো দুর্গাপুর ব্রিজ (উল্টোডাঙায়, কেষ্টপুর ক্যানালের উপর), আলিপুরের জিরাট ব্রিজ ও ধনধান্য সেতু এবং চেতলা ব্রিজ। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা কেএমডিএ-র কর্তারা কলকাতা পুলিশকে ওই সেতুগুলো সংস্কারের কথা দিন কয়েক আগেই জানিয়েছেন।

কেএমডিএ-র এক কর্তা রবিবার বলেন, ‘চারটি সেতুই খুব গুরুত্বপূর্ণ। সে জন্যই ধাপে ধাপে সংস্কারের কাজ হবে।’ সাধারণ মানুষের যাতে যাতায়াতের সমস্যা না-হয়, সে জন্য রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত কাজ করার পরিকল্পনা রয়েছে। তবে পুলিশের অনুমতির উপর সবটা নির্ভর করছে বলে জানাচ্ছেন কেএমডিএর কর্তারা।

You might also like!