West Bengal

1 week ago

Theft at Shivakali temple in Andal:অণ্ডালে শিবকালী মন্দিরে চুরি, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

Theft at Shivakali temple in Andal
Theft at Shivakali temple in Andal

 

অণ্ডাল, ১৯ জুন : মন্দিরের দানবাক্স ভেঙে টাকা-পয়সা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অণ্ডাল থানার মদনপুরে। সেখানকার এক শিবকালী মন্দিরে গতকাল রাতে চুরি করে দুষ্কৃতীরা। অভিযোগ, ওই মন্দিরে থাকা সিসিটিভি ভাঙচুর করে দুষ্কৃতীরা ডিভিআর মেশিন নিয়েও পালিয়ে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।


You might also like!