দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানে মিছিল-মিটিং করার অনুমতির জন্য বারবার মামলা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি মন্তব্য করেছেন, “মিছিল-মিটিংয়ের অনুমতি চাইলে এবার থেকে জনস্বার্থ মামলা করুন এবং ডিভিশন বেঞ্চে যান। একক বেঞ্চ মিছিল সংক্রান্ত অনুমতির মামলা শুনবে না।”
তারাতলার শিবমন্দির এলাকায় জনসভা করার জন্য মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন করেন আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়। ওই জনসভায় উপস্থিত থাকার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই মামলা দায়েরের অনুমতি দিলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই নিয়ে বিচারপতি জানালেন, মিটিং মিছিল নিয়ে অনুমতি চাইলে এ বার থেকে জনস্বার্থ মামলা করা হোক।
এর আগে রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে বেশ কয়েক বার মামলা করেন শুভেন্দু। অভিযোগ করেন, পুলিশ সেই সভা করতে বাধা দিয়েছে তাঁকে। অনেক ক্ষেত্রে তাঁকে সভা করার অনুমতি দেয় হাই কোর্ট। গত মার্চে পূর্ব মেদিনীপুরের বন্দরশহর তথা শিল্পনগরী হলদিয়ায় শুভেন্দুকে মিছিলের অনুমতি দেয় হাই কোর্ট। এ বার একটি সভা, যেখানে তাঁর উপস্থিত থাকার কথা, তা নিয়ে মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন খারিজ করেছে হাই কোর্ট।