Life Style News

5 months ago

Home Decor Tips:ফুলদানির ফুল দীর্ঘদিন তাজা রাখতে কী করবেন?

Home Decor Tips
Home Decor Tips

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফুল দিয়ে ঘর সাজাতে অনেকেই পছন্দ করেন? বসার ঘরে বাহারি ফুলের গন্ধ ছড়িয়ে পড়লে মন্দ লাগে না!। পুরনো আমলে ঘর সাজানোর অন্যতম উপকরণ কিন্তু ছিল বাগানের তাজা ফুল। হালেও ঘরসজ্জার ফ্যাশনে এর ব্যতিক্রম ঘটেনি। ফুল ঘরের শোভা বাড়ানোর পাশাপাশি, মনও ভাল রাখে। বাজার থেকে টাটকা ফুল কিনে আনলেন বটে, তবে দিন দুয়েকের মধ্যেই সেই ফুল শুকিয়ে যায়। কী ভাবে দীর্ঘ দিন তাজা থাকবে ফুল?

ফুলের ডাল কাটতে হয় বাঁকা করে, ৪৫ ডিগ্রি কোণে। ধারালো কাঁচি দিয়ে ডাল কাটুন। দোকান থেকে কেনা ফুল বাড়িতে আনার পর ডালের নিচের দিকের ইঞ্চি দুয়েক কেটে ফেলা ভালো

যে পাত্রে ফুল রাখবেন, তা অবশ্যই পরিষ্কার হতে হবে। পানিও হওয়া চাই পরিষ্কার। পাতার কোনো অংশ যাতে পানিতে না থাকে, সেদিকে খেয়াল রাখুন।

ফুলদানি এমন স্থানে রাখুন, যেখানে সরাসরি তাপ এবং বাতাস আসে না। এ ছাড়া পানিতে কিছু উপকরণ মেশানো যায়, যাতে ফুল ভালো থাকে। তবে পানিতে কিছু মেশানো হোক বা না হোক, পানি কিন্তু বদলে দিতে হবে কয় দিন পরপরই, তিন দিন পেরোতে তো দেওয়াই যাবে না।

যেদিন পানি বদলাচ্ছেন না, সেদিন খানিকটা পানি যোগ করে দিতে পারেন ফুলদানিতে। প্রতিবার পানি বদলানোর সময় ইঞ্চিখানেক ডাল কেটে দেওয়া ভালো। আর বদলানোর আগেই যদি পানি ঘোলা হয়ে যায়, তাহলে পানি বদলানোর সময় ফুলদানিটাও পরিষ্কার করে নিন।


ফুল তাজা রাখার আরও কিছু উপায়


চিনি ও সাদা ভিনেগার

এক লিটার কুসুম গরম পানিতে তিন টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ সাদা ভিনেগার গুলিয়ে নিন। ঠান্ডা হলে তাতে ফুল রাখুন। ফুলের ডালের ৭ থেকে ১০ সেন্টিমিটার ডুবে থাকতে হবে এই দ্রবণে।

চিনি ও অ্যাপল সাইডার ভিনেগার

পানিতে দুই টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনেগার মিশিয়ে নিয়ে তাতে ফুল রাখুন। ফুল তাজা থাকবে।

অ্যাসপিরিন

ফুল রাখার আগে একটা অ্যাসপিরিন ট্যাবলেট চূর্ণ করে ফুলদানির পানিতে দিন। এটিও দারুণ কাজে দেয়।

চুলের স্প্রে

৩০ সেন্টিমিটার দূর থেকে ফুলের পাপড়ির নিচের দিকে স্প্রে করে দিন। পাতার নিচের দিকটাও বাদ দেবেন না।

ব্লিচ

এক লিটার পানিতে সিকি চা-চামচ ব্লিচ যোগ করে নিন। কিংবা এক লিটার পানিতে এক চা-চামচ চিনি আর তিন ফোঁটা ব্লিচ যোগ করে নিন।


You might also like!