দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শৈশব থেকেই অভিনয়ের জগতে পা রাখা অবনীত কৌর এখন বলিউডের এক পরিচিত মুখ। তবে গত কয়েক মাস ধরে তিনি সংবাদ শিরোনামে রয়েছেন এক ভিন্ন কারণে—বিরাট কোহলিকে ঘিরে বিতর্কে। ঘটনার সূত্রপাত স্ত্রী অনুষ্কা শর্মার জন্মদিনে, যখন কোহলি আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন অনুষ্কাকে নিয়ে। একই দিনে অসাবধানতাবশত তিনি অভিনেত্রী অবনীত কৌরের এক আকর্ষণীয় ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ করেন। মুহূর্তের মধ্যেই আইপিএল চলাকালীন বিষয়টি ভাইরাল হয়ে ওঠে। নেটিজেনরা সেই পোস্টে অনুষ্কাকে ট্যাগ করে দেন, ফলে চর্চা আরও বাড়ে। পরে কোহলি দাবি করেন, এটি আসলে প্রযুক্তিগত ত্রুটি, তাঁর পক্ষ থেকে ইচ্ছে করে করা হয়নি। তবে তাঁর সেই ব্যাখ্যাই বিতর্ককে থামানোর বদলে আরও উসকে দেয়। সমালোচকেরা বলতে শুরু করেন, ‘‘বিরাট গোপনে অবনীতের ছবি দেখেন।’’ আর সেই জল্পনাকেই নতুন করে উস্কে দিলেন অবনীত কৌর নিজেই।
সম্প্রতি মুম্বইয়ে নিজের ‘লভ ইন ভিয়েতনাম’ ছবির সাংবাদিক সম্মেলনে হাজির হন অবনীত। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় এত বড় বড় তারকা আপনার ছবি দেখেন, তাতে ‘ভালবাসা’ দেন। আপনি কী বলবেন? তাতেই লাজুক হেসে বলেন, ‘‘ব্যাস, এ ভাবেই যেন ভালবাসা পেতে থাকি।’’ অবনীতের উত্তর শুনে সিঁদুরে মেঘ দেখছেন অনুষ্কার অনুরাগীরা। মাস খানেক আগে বিরাট-অনুষ্কা উইম্বলডনের কোর্টে হাজির হন যেদিন, সেই একই দিনে সেখানে উপস্থিত হন অবনীতও। বিরাটকে নিয়ে কি তবে নতুন কোনও ইঙ্গিত দিতে চাইলেন অবনীত?