দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :প্রথম কাজেই যেন সরাসরি এনসিবি-কে নিশানা করলেন আরিয়ান খান! তাঁর পরিচালনায় তৈরি নতুন ওয়েব সিরিজ়ের দ্বিতীয় ঝলক প্রকাশ্যে আসতেই চারদিকে শুরু হয়েছে আলোচনা। এক বিশেষ সংলাপ ঘিরেই তৈরি হয়েছে জল্পনা, আর সেই সংলাপকেই কেন্দ্র করে নতুন করে সামনে এসেছে আরিয়ানের অতীত অভিজ্ঞতার প্রসঙ্গ।
২০২১ সালের ৩ অক্টোবর শাহরুখ-পুত্র আরিয়ানকে গ্রেফতার করেছিল এনসিবি। একটি ক্রুজ় পার্টি থেকে মাদকযোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। ২৫ দিন সংশোধনাগারে থাকার পরে ছাড়া পেয়েছিলেন তিনি। ২০২২ সালের মে মাসে সমস্ত রকমের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন তিনি। সেই ঘটনার জন্যই কি সিরিজ়ের ঝলকের শেষে রাখা হল এক বিশেষ সংলাপ? সেই দৃশ্যে দেখা যাচ্ছে, সংশোধনাগার থেকে বেরিয়ে আসছেন সিরিজ়ের অভিনেতা লক্ষ্য। তাঁকে দেখে এক পুলিশকর্মী বলেন, “চিন্তা কোরো না। ভিতরে থাকলে লোকজন আরও বেশি বিখ্যাত হয়ে যায়।”
এই সংলাপ শুনেই নেটাগরিকের বক্তব্য, এনসিবি-কেই খোঁচা দিয়েছেন পরিচালক আরিয়ান খান। বুধবার এই সিরিজ়ের দ্বিতীয় ঝলক প্রকাশ্যে এসেছে। অনুষ্ঠানের মঞ্চে এই দিন আরিয়ানের পাশে ছিলেন শাহরুখ ও গৌরী। মঞ্চে পুত্র সম্পর্কে বাবা শাহরুখ আর্জি রাখেন, “আমার পুত্রকেও ভালবাসবেন, ঠিক যেমন ভাবে আমাকে ভালবেসেছেন। আজ খুব বিশেষ দিন। এই দেশের মাটিতে কাজের ক্ষেত্রে আমার পুত্রের প্রথম পদক্ষেপ। আমাকে দেওয়া ভালবাসার পুরো ভাগটাই আপনারা ওকে দেবেন দয়া করে।”
সিরিজ়টির প্রযোজনা করেছেন গৌরী খান। সিরিজ়ের প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরেই হইহই পড়ে গিয়েছিল সমাজমাধ্যমে। অনুরাগীরা দাবি করেছিলেন, আরিয়ানের মধ্যে শাহরুখের ছায়া দেখা যাচ্ছে। সিরিজ়ে অভিনয় করেছেন লক্ষ্য, রাঘব জুয়াল, ববি দেওল, মোনা সিংহ। নতুন ঝলকে সলমন খান, কর্ণ জোহর ও রণবীর সিংহকেও দেখা গিয়েছে।