বিশাখাপত্তনম, ১৪ অক্টোবর : ওয়ানডে বিশ্বকাপে টানা তিন ম্যাচেই হারলো বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জিতলেও পরের তিন ম্যাচেই হেরেছে টাইগ্রেসরা। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের পর সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আশা জাগিয়ে হারলো বাংলাদেশ। সোমবার বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশের জার্সিতে স্বর্ণার ক্যারিয়ারের প্রথম অর্ধশতকে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে এটিই বাংলাদেশের কোনও ব্যাটারের দ্রুততম অর্ধশতক(৫১)। প্রোটিয়াদের পক্ষে এমলাবা ২টি, ট্রায়ন ও ডি ক্লার্ক ১টি করে উইকেট শিকার করেন।২৩৩ রানের লক্ষ্য তিন বল হাতে রেখে পেরিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ৬৯ বলে ৬২ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরার স্বীকৃতি পান দক্ষিণ আফ্রিকার ট্রায়ন।