বার্লিন, ১৪ অক্টোবর : ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে সোমবার রাতে ১-০ ব্যবধানে জিতেছে জার্মানি। একমাত্র গোল করেছেন নিক ভল্টামাডা। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ঘরের মাঠে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল জার্মানি। 'এ’ গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠে ২-০ গোলে লুক্সেমবার্গকে হারিয়েছে স্লোভাকিয়া। নিজেদের প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়েছিল তারা। ৪ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জার্মানি। গোল পার্থক্যে পিছিয়ে দুই নম্বরে আছে স্লোভাকিয়া। ৬ পয়েন্ট নিয়ে তিনে আছে নর্দার্ন আয়ারল্যান্ড। চার ম্যাচেই হারা লুক্সেমবার্গ আছে তলানিতে।