শ্রীনগর, ১৪ অক্টোবর : ফের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল এবং দুদনিয়ালের কাছে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সেনাবাহিনীর গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ কুপওয়ারা সেক্টরে, নিয়ন্ত্রণরেখা বরাবর সন্দেহজনক গতিবিধি নজরে আসে সেনাবাহিনীর।
সন্দেহ হতেই গুলি চালান জওয়ানরা। এরপর রাতের অন্ধকারে ওই এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান। মঙ্গলবার সকালে সেনাবাহিনী জানিয়েছে, কুপওয়ারা জেলার মাচিল এবং দুদনিয়ালের কাছে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সেনাবাহিনীর গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে বলে জানিয়েছে সেনা।