West Bengal

6 days ago

Belur: জগন্নাথ দেবের স্নান যাত্রায় শ্রীরামকৃষ্ণ দেবের বিশেষ পুজো বেলুড় মঠে

Special Puja at Belur for Snan Yatra (File Picture)
Special Puja at Belur for Snan Yatra (File Picture)

 

হাওড়া, ২২ জুন: জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে দুধ, মধু, ঘি দিয়ে বেলুড় মঠে স্নান করানো হয় শিব লিঙ্গকে। শ্বেত পদ্ম, জবা-সহ একাধিক ফুল দিয়ে দেওয়া হয় এই বিশেষ পুজো।

আকাশ আংশিক মেঘলা। গঙ্গার পাড়ে বেলুড় মঠে গাছে গাছে ফুলের সমারোহ। স্নান যাত্রার মতো শুভদিনে ভিড় জমান ভক্তরা। শ্রী রামকৃষ্ণ, সারদা দেবী এবং স্বামী বিবেকান্দকে খুব যত্ন সহযোগে সাজিয়ে তোলা হয়। সামাজিক মাধ্যমে সেই ছবিই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন বেলুড় মঠ কর্তৃপক্ষ।

You might also like!