kolkata

3 days ago

Mamata praises the police in the meeting:বৈঠকে পুলিশকে তোপ মমতার

Mamata praises the police in the meeting
Mamata praises the police in the meeting

 

কলকাতা, ২৭ জুন: বৃহস্পতিবার আবারও নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। আমলা, পুলিশের উচ্চপদস্থ কর্তারা সকলেই ছিলেন। এদিন রিপোর্ট কার্ডে গুড–বুকে থাকল না পুলিশ। পুলিশমন্ত্রীই পুলিশকে কাঠগড়ায় দাঁড় করালেন। বুলডোজার দিয়ে ঝুপড়ি, গুমটি গুঁড়িয়ে দেওয়া প্রসঙ্গে মমতা বলেন, প্রথমে টাকা খেয়ে দোকান বসাবেন, আর তারপর বুলডোজার দিয়ে ভাঙবেন? এটা একদম বরদাস্ত করছি না।

মমতা বলেন, যে যাঁর মতো লুঠে নিচ্ছে, যেন লুঠ করা অধিকার। পুলিশের মধ্যে দেখছি লোভ বেড়ে যাচ্ছে। ভাবছে আমি তো দুবছর ওসি আছি, যতটা পারি করে নিই। যদি কোনও পুলিশ ইন্ধন দেয় সরিয়ে দেব। সরকার কিন্তু এটা করতে পারে।


You might also like!