Game

1 week ago

Europian Championship: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ: সোমবার এক অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে দিদিয়ে দেশম

Didye Desham (File Picture)
Didye Desham (File Picture)

 

ডুসেলডর্ফ, ১৭ জুন: সোমবার অস্ট্রিয়ার ম্যাচ দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্রান্স অভিযান শুরু করবে। আর এই শুরুর ম্যাচেই অসাধারণ এক মাইলফলক স্পর্শ করবেন দিদিয়ে দেশম। অস্ট্রিয়ার বিপক্ষে তার দল জিতলে ফ্রান্সের কোচ হিসেবে তিনি শততম জয়ের কীর্তি গড়বেন। ডুসেলডর্ফে ভারতীয় সময় ম্যাচটি শুরু হবে ১.৩০ মিনিটে।

এবারের ইউরোয় সবচেয়ে অভিজ্ঞ কোচ দেশম। সাফল্যের বিচারেও তিনি অনেক এগিয়ে। দেশমের কোচিংয়ে এখন পর্যন্ত ১৫৩ ম্যাচ খেলে ৯৯টি জিতেছে ফরাসিরা, ড্র করেছে ৩০টি, হার ২৪ ম্যাচে।


You might also like!