kolkata

1 week ago

Bose's letter Navanna requesting Raj Bhavan:পুলিশকর্মীদের রাজভবন থেকে সরানোর আর্জি জানিয়ে নবান্নে চিঠি বোসের

Bose's letter Navanna requesting Raj Bhavan
Bose's letter Navanna requesting Raj Bhavan

 

কলকাতা, ১৭ জুন : রাজভবনের নিরাপত্তায় কলকাতা পুলিশের আর প্রয়োজন নেই! অবিলম্বে রাজভবন চত্বর কর্তব্যরত পুলিশকর্মীদের সরানোর নির্দেশ দিয়ে নবান্নে চিঠি দিলেন রাজ্যপাল। সোমবার পুলিশসূত্রে এ খবর জানা গিয়েছে।

রাজভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল চিঠিতে জানিয়েছেন যে, রাজভবন চত্বরে কলকাতা পুলিশের নিরাপত্তায় তিনি একেবারেই সুরক্ষিত বোধ করছেন না। তাই অবিলম্বে রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের সরিয়ে ফেলা হোক। যদিও রাজভবনের চিঠির প্রেক্ষিতে নবান্নের তরফে এখনও কোনও বক্তব্য মেলেনি।

গত বৃহস্পতিবার রাজভবনে পুলিশে ‘বাধা’য় ঢুকতে না পারার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারই শুনানিতে বিচারপতি সিংহ মন্তব্য করেছিলেন, ‘‘রাজ্যপালকে কি গৃহবন্দি করে রাখা রয়েছে? না হলে তাঁর অনুমতি সত্ত্বেও কেন দেখা করতে দেওয়া হচ্ছে না?’’ এর পরেই রাজভবনে কর্তব্যরত সব পুলিশকর্মীকে সরানোর জন্য নবান্নকে বলেছেন।

You might also like!