Entertainment

5 days ago

Amar Boss :আবার পিছিয়ে গেল মুক্তির তারিখ, ডিসেম্বরে 'আমার বস', ফের পিছিয়ে গেল শিবপ্রসাদের সিনেমা, কারণ কী ?

Amar Boss
Amar Boss

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি বছর প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল, নন্দিতা রায় (Nandita Roy), শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee)-র ছবি 'আমার বস' (Amar Boss)-এর। ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে রাখি গুলজার (Rakhi Gulzar)-কে।

এছাড়া, একদিন আগেই পরিচালক জানিয়েছেন ছবির সেন্সর হয়ে গিয়েছে। কিন্তু, তার সঙ্গেই দিয়েছেন সিনেমা নিয়ে নতুন আপডেট । তিনি জানিয়েছিলেন, মুক্তির নতুন তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে । অর্থাৎ স্পষ্ট হয়ে যায়, আবারও আমার বস সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে যাচ্ছে । চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল রাখি গুলজার অভিনীত সিনেমাটি । শিবপ্রসাদ জানিয়েছেন গরম বা বর্ষায় নয়, শীতেই আসছে শিবপ্রসাদের সিনেমা । কিন্তু, কী কারণে বারবার পিছিয়ে যাচ্ছে ছবি মুক্তি ?

শিবপ্রসাদ জানিয়েছেন, সব ঠিক থাকলে ক্রিসমাসে মুক্তি পাবে সিনেমাটি । শিবপ্রসাদ জানিয়েছেন, চোটের কারণে একমাস কোনও কাজ করতে পারেননি । সেক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনও কাজ ভাল হবে না বলেই মনে হয়েছে তাঁর । শুধু তাই নয়, রাখিজির কথাও ফেলতে পারেননি তিনি । শিবপ্রসাদের কথায়, "রাখিজি চাইছেন, তাড়াহুড়ো করে যেন ছবিমুক্তি না হয়। ধীরে-সুস্থে, সময় নিয়ে, ভাল ভাবে প্রচারের পর যেন বড় পর্দায় আসে 'আমার বস'।"

আরও একটা কারণের কথা উল্লেখ করেছেন তিনি । পুজোয় মুক্তি পাচ্ছে 'বহুরূপী'। তার আগে আরও একটা ছবি মুক্তি পেলে কোনও ছবিরই বাণিজ্যিক ফলাফল ভাল হবে না । তাই ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে ।

You might also like!