Entertainment

4 days ago

Sohini-Shovan: আগামী মাসেই বিয়ে সারবেন সোহিনী-শোভন!

Sohini & Shovan (File Picture)
Sohini & Shovan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোহিনী সরকার-শোভন গঙ্গোপাধ্যায়ের বিয়ের দিন নিয়ে গুঞ্জন বেড়েই চলেছে। সম্পর্কের প্রথম দিন থেকেই তাঁরা খবরে। শুরুতে শোভন অবশ্য অস্বীকার করেছেন। সোহিনীর মুখে কুলুপ। পরে নানা ছবিতে তাঁদের ফ্রেম ভাগাভাগি দেখে অনুরাগীরা নিশ্চিত, প্রেমেই আছেন তাঁরা। প্রণয় যে ক্রমশ পরিণয়ের দিকে গড়াচ্ছে, সেই আভাসও প্রথম দিয়েছিল। মঙ্গলবারের খবর, সব ঠিক থাকলে নাকি ১৫ জুলাই আইনি বিয়ে সারতে পারেন তাঁরা।

You might also like!