Country

1 week ago

Yoga practises in Delhi: বিশ্বকে অনেক বেশি উপকৃত করেছে যোগ : বাবা রামদেব

Yoga has benefited the world a lot: Baba Ramdev
Yoga has benefited the world a lot: Baba Ramdev

 

নয়াদিল্লি, ২০ জুন: দেশজুড়ে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি একেবারে অন্তিম পর্যায়ে পৌঁছেছে। ২১ জুন দশম আন্তর্জাতিক যোগ দিবস, তার আগে বৃহস্পতিবার সকালে দিল্লিতে যোগগুরু বাবা রামদেবের নির্দেশনায় বিভিন্ন ধরনের যোগাভ্যাস ও অনুশীলন করলেন তরুণ-তরুণীরা।

যোগগুরু বাবা রামদেব বলেছেন, "যোগব্যায়াম ভারতে বহু শতাব্দী ধরে রয়েছে, আমরা তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হয়েছি। এখন যোগব্যায়াম প্রতিটি ঘরে ঘরে পৌঁছেছে। প্রধানমন্ত্রী যোগকে সম্মান জানাতে রাষ্ট্রসঙ্ঘে প্রস্তাব করেছিলেন এবং এখন আমরা আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করতে পারছি। যোগের প্রতি একটি সচেতনতা এবং শ্রদ্ধা তৈরি হয়েছে। আমাদের পূর্বপুরুষদের জ্ঞানের ঐতিহ্যকে সম্মানিত করা হয়েছে। যোগ বিশ্বের অনেক উপকার করেছে।"

You might also like!