Game

6 days ago

Copa America 2024: বিশ্বজয়ীদের জয় দিয়ে কোপা শুরু! মেসির দাপটে কানাডাকে হারাল আর্জেন্টিনা

Copa start with the victory of the world champions!
Copa start with the victory of the world champions!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক ঃ আর্জেন্টিনা জয় ছিনিয়ে আনল কোপা আমেরিকার প্রথম ম্যাচে জিতে। খেলতে নেমে এক অনন্য নজির গড়লেন লিওনেল মেসি। দুই সতীর্থ জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ তাঁর রেকর্ড গড়া ম্যাচকে স্মরণীয় করে রাখলেন। তাঁদের গোলেই কানাডাকে ২-০ হারাল আর্জেন্টিনা।

বিশ্বকাপ জয়ের পর এই প্রথম কোনও বড় টুর্নামেন্টে খেলতে নেমেছেন মেসি। শুক্রবার ভোরে মাঠে নেমেই অনন্য নজির স্পর্শ করেন তিনি। একমাত্র ফুটবলার হিসাবে কোপা আমেরিকায় (Copa America 2024) ৩৫তম ম্যাচ খেললেন এলএম টেন। তাঁর থেকে বেশি ম্যাচ আর কেউ খেলেননি কোপাতে। মেসির আগে এই রেকর্ড ছিল চিলির গোলরক্ষক সের্খিয়ো লিভিংস্টোনের। তিনি খেলেছিলেন ৩৪টি ম্যাচ।

তবে নজির গড়ার ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারলেন না মেসি। বরং একের পর এক সুযোগ পেয়েও ব্যর্থ হলেন গোল করতে। তবে মেসি নিষ্প্রভ থাকলেও আর্জেন্টিনাকে ম্যাচ জেতালেন তাঁর সতীর্থরা। প্রথমার্ধে আর্জেন্টাইন ফরোয়ার্ডরা বহু সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু কানাডার শেষ প্রহরীকে টপকে গোল করতে পারেননি। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

বিরতির পর অবশ্য চ্যাম্পিয়নের মেজাজেই ধরা দেয় আর্জেন্টিনা। ৪৯ মিনিটে ম্যাচের প্রথম গোলটি আসে আলভারেজের পা থেকে। তবে পিছিয়ে পড়েও সমতা ফেরানোর চেষ্টা চালিয়ে যায় কানাডা। বেশ কয়েকটি গোলমুখী শট বাঁচাতে হয় গোলরক্ষক এমি মার্টিনেজকে। খেলার একেবারে শেষ দিকে এসে লাউতারো মার্টিনেজ জয়ের ব্যবধান বাড়িয়ে নেন। ৮৮ মিনিটে এসে গোল করেন তিনি। দুই গোলে জিতে আমেরিকার সেরা হওয়ার অভিযান শুরু করলেন মেসিরা।

You might also like!