Game

4 days ago

Semi-Final: বৃহস্পতিবার সেমিফাইনাল, না খেলেই ফাইনালে যেতে পারে ভারত

India can go to the final without playing the semi-final on Thursday
India can go to the final without playing the semi-final on Thursday

 

কলকাতা, ২৬ জুন:বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড । তবে গায়ানার আকাশ ভারতকে দিতে পারে বাড়ত সুবিধা। আইসিসি আগেই জানিয়ে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। কিন্তু দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো অতিরিক্ত দিন নেই। ফলে বৃষ্টির কারণে যদি ভারত-ইংল্যান্ড ম্যাচ ভেস্তে যায় তাহলে সুবিধা পাবে ভারত।

কারণ সুপার ৮-এ এগিয়ে থাকা দলকে এখানে এগিয়ে রাখা হবে। গ্রুপ-১ –এর শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে ভারত আর গ্রুপ-২–এ ইংল্যান্ডের অবস্থান দ্বিতীয়। তাই খেলা ভেস্তে গেলে ফাইনালে চলে যাবে রোহিতরা।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার গায়ানায় ৮৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা।তাছাড়া যে মাঠে খেলা, সেখানকার নিষ্কাশন ব্যবস্থা ভালো নয়। ম্যাচের আগে যদি ভারী বৃষ্টি হয়, তাহলে আউটফিল্ড ভিজে থাকবে, খেলা শুরু হতে দেরি হবে। আর ম্যাচের সময় বৃষ্টি হলে খেলা হওয়া সম্ভব নয়। সুতরাং ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা থাকছে।

তবে এই সেমিফাইনালের জন্য অতিরিক্ত দিন না থাকলেও এই ম্যাচের জন্য অতিরিক্ত সময় আইসিসি দিয়েছে। এই ম্যাচের জন্য অতিরিক্ত ৪ ঘণ্টা ১০ মিনিট সময় বরাদ্দ রয়েছে। বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমানো হবে। কিন্তু পরের দিন ম্যাচ আয়োজনের কোনো ব্যবস্থা নেই।

You might also like!