Game

4 days ago

National Inter State Championships: ন্যাশনাল ইন্টার স্টেট চ্যাম্পিয়নশিপ : ভারতের যে শীর্ষ অ্যাথলেটিক্স তারকারা প্যারিস অলিম্পিক গেমসের জন্য লড়বেন

National Inter State Championships:
National Inter State Championships:

 

পঞ্চকুলা, ২৬ জুন : অলিম্পিক জ্যাভলিন থ্রো চ্যাম্পিয়ন নীরজ চোপড়ার অনুপস্থিতি সত্ত্বেও, স্টার অ্যাথলিটদের অভাব হবে না ন্যাশনাল ইন্টার স্টেট চ্যাম্পিয়নশিপে। কারণ দেশের শীর্ষ ট্র্যাক এবং ফিল্ড অ্যাথলিট যারা আসন্ন প্যারিস অলিম্পিকে লড়াই করবেন তারাও বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ন্যাশনাল ইন্টার স্টেট চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন। চার দিনের চ্যাম্পিয়নশিপের শেষ দিন ৩০ জুন।

চোপড়া চ্যাম্পিয়নশিপে খেলছেন না কারণ ৭ জুলাই প্যারিস ডায়মন্ড লিগের আগে মাত্র কয়েক দিনের ব্যবধান থাকছে বলে। যেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। গত মাসে ভুবনেশ্বরে ফেডারেশন কাপে অংশ নিয়ে সোনা জিতে ছিলেন নীরজ।


You might also like!