Technology

5 days ago

Pending Challan :ট্রাফিক চালান বাকি নেই তো? অনলাইনে চেক করার সবথেকে সহজ পদ্ধতি, অনলাইনেই দেওয়া যাবে চালান পেমেন্ট

Pending Challan
Pending Challan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সরকার কিছুদিন আগে সড়ক নিরাপত্তা বাড়ানোর জন্য সড়ক নিরাপত্তা আইন কঠোর করার প্রয়াস হিসাবে মোটরযান আইন সংশোধন করেছে। সংশোধিত এমভি আইন ট্রাফিক লঙ্ঘনের জন্য মোটা জরিমানা আরোপ করে এবং এর উপরে কর্তৃপক্ষের কঠোর নজরদারি রয়েছে।এখন ঘরে বসেও অনলাইনে চালান চেক করতে পারবেন, এর পাশাপাশি অনলাইনে পেমেন্টও করতে পারবেন। এই পোস্টে আপনাদের অনলাইন চালান চেকিং এবং পেমেন্ট সম্পর্কে তথ্য জানানো হল।

অনলাইনে কীভাবে চালান চেক করবেন?

স্টেপ 1: চালান চেক করতে, আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট challan.parivahan.gov.in-এ যেতে হবে। আপনি মোবাইল বা ল্যাপটপ ব্রাউজারে এই ওয়েবসাইটটি খুলতে পারবেন।

স্টেপ 2: এই ওয়েবসাইটে আপনাকে ‘Check Challan Status’ এ ক্লিক করতে হবে।

স্টেপ 3: তারপর আপনার কম্পিউটার এবং মোবাইলে একটি নতুন পেজ খুলবে। এখানে আপনি চালান নম্বর, গাড়ির নম্বর এবং DL নম্বরের তিনটি অপশন দেখতে পাবেন। আপনাকে এর মধ্যে গাড়ির নম্বর অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 4: ভেহিকল নম্বরের জায়গায় আপনাকে গাড়ির নম্বর লিখতে হবে। তারপর আপনাকে গাড়ির চেসিস নম্বর বা ইঞ্জিন নম্বর সহ ক্যাপচা কোড দিয়ে Get Details এ ক্লিক করতে হবে।

স্টেপ 5: তারপর পরবর্তী পেজে, আপনার গাড়িতে কোনো চালান থাকলে তা জানা যাবে। এর সাথে, আপনি আপনার DL (ড্রাইভিং লাইসেন্স) বা চালান নম্বর দিয়েও চালান চেক করতে পারেন।

অনলাইনে এইভাবে চালান পেমেন্ট করতে পারবেন

যদি আপনার গাড়ি বা DL-এ চালান হয়ে।থাকে, তাহলে আপনি অনলাইনেও তা পেমেন্ট করতে পারেন। আপনি চালানের ডিটেইলস সহ Pay Now বাটনটি দেখতে পাবেন। আপনি এই বাটনে ক্লিক করে পেমেন্ট করতে পারেন। অনলাইন পেমেন্টের জন্য, আপনি ক্রেডিট, ডেবিট বা UPI এর সাহায্যে অর্থ প্রদান করতে পারেন।

You might also like!