kolkata

1 week ago

Baranagar Assembly: বরানগর বিধানসভার নাগরিক সমস্যা সমাধানে নব নির্বাচিত বিধায়ক চালু করলেন কিউয়ার কোড

Sayantika Started QR Code in Baranagar (File Picture)
Sayantika Started QR Code in Baranagar (File Picture)

 

বরানগর, ১৯ জুন: বরানগর বিধানসভার উপনির্বাচনে জয়ের পরই নাগরিক সমস্যা সমাধানের জন্য তৎপর নব নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। চালু করলেন কিউয়ার কোড।

তৃণমূল সূত্রে খবর, বরানগরবাসীর সমস্যা অতি দ্রুত সমাধান করতেই এই অত্যাধুনিক পদ্ধতি চালু করেছেন সায়ন্তিকা। কিউআর কোড উদ্বোধন করেছেন তিনি। সেখানে নিজেদের যে কোনও সমস্যা এলাকাবাসী সরাসরি নব নির্বাচিত বিধায়ককে জানাতে পারবেন। সায়ন্তিকা বলেন, “আমার প্রথম ক্যাম্পেন এটা। এই কিউআর কোড স্ক্যান করে মানুষ আমায় নিজের নিজের সমস্যা জানাতে পারবেন। এখানেও বিধায়ক অফিসও খোলা হবে। সেখানেও সরাসরি আমার সঙ্গে দেখা করে অভিযোগ জানাতে পারবেন। তবে যাঁরা আসতে পারবেন না তাঁরা এই কোড স্ক্যান করে সমস্যা তুলে ধরতে পারবেন। অবশ্যই এটা দুয়ারে সায়ন্তিকা।”

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিনই বরানগর উপনির্বাচনের ফল ঘোষণা হয়। দেখা যায়, কখনও সজল ঘোষ এগিয়ে যাচ্ছেন, কখনও আবার এগোচ্ছেন সায়ন্তিকা। তবে শেষ হাসি বজায় রাখলেন তৃণমূল প্রার্থী। এর আগের বিধানসভায় বাঁকুড়া থেকে লড়াই করেন সায়ন্তিকা। কিন্তু সেখানে জিততে পারেননি। তারপরও এলাকা ছাড়েননি। রীতিমতো অফিস বানিয়ে এলাকায় কাজ চালিয়ে গিয়েছেন। পরবর্তীতে বরানগর উপ-নির্বাচনে তাঁকে দাঁড় করায় তৃণমূল।

You might also like!