Country

1 week ago

Rail issue helpline for train derails: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ব্যথিত রেলমন্ত্রী, শিয়ালদহে চালু হেল্পলাইন নম্বর

Helpline number launched in Sealdah
Helpline number launched in Sealdah

 

নয়াদিল্লি ও কলকাতা, ১৭ জুন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এনএফআর জোনে দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। উদ্ধার তৎপরতা চলছে যুদ্ধকালীন পর্যায়ে। রেল, এনডিআরএফ এবং এসডিআরএফ নিবিড় সমন্বয়ে কাজ করছে। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

এদিকে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় প্রভাব পড়েছে উত্তরবঙ্গে রেল পরিষেবায়। মালদা টাউন স্টেশনে আটকে পড়েছে কলকাতা থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। রেলের তরফে মালদায় হেল্প লাইন নম্বর চালু হয়েছে। পাশাপাশি শিয়ালদহ ডিভিশনে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। নম্বর দুটি হল- ০৩৩-২৩৫০৮৭৯৪ এবং ০৩৩-২৩৮৩৩৩২৬। সিনিয়র টিকিট কালেক্টর রাজু প্রশাদ যাদব বলেছেন, "আমরা এখনও কোনও ফোন পাইনি। দুই মহিলা জিজ্ঞাসা করতে এসেছিলেন।"


You might also like!