দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃযুক্তরাজ্যে এবছরের নির্বাচনে পরাজিত হয়ে পার্লামেন্টে নিজ আসন হারাতে পারেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। একটি জনমত জরিপের ফলে এমন পূর্বাভাসই পাওয়া যাচ্ছে।সুনাক যুক্তরাজ্যে আগাম নির্বাচন ঘোষণা করেছেন আগামী ৪ জুলাই।ইতিমধ্যেই জুয়ার সঙ্গে যুক্ত থাকার কারণে গ্রেপ্তার হয়েছেন এক নিরাপত্তা আধিকারিক। বেশ কয়েকজন কনজারভেটিভ প্রার্থীর উপরেও নজর রয়েছে ব্রিটিশ পুলিশের।
জানা গিয়েছে, ব্রিটেনে (Britain) নির্বাচন কবে হবে সেই নিয়ে জুয়া খেলতেন অভিযুক্তরা। সেই অভিযোগেই গ্রেপ্তার হয়েছেন আধিকারিকরা। কনজারভেটিভ পার্টির প্রার্থী ক্রেগ উইলিয়ামস এবং লরা সন্ডার্সের উপরেও একই কারণে নজরদারি চালাচ্ছে মেট্রোপলিটান পুলিশ। ঠিক কোন সময়ে হতে পারে ব্রিটেনের সাধারণ নির্বাচন, সেই দিনক্ষণ আন্দাজ করেই রমরমিয়ে চলছিল এই জুয়ার আসর, তাও খোদ প্রধানমন্ত্রীর পার্টির অন্দরেই।
কনজারভেটিভ পার্টির (Conservative Party) এহেন টালমাটাল পরিস্থিতিতে পদত্যাগ করেছেন দলের নির্বাচনী প্রচার আধিকারিক টোনি লি। কারণ জুয়ায় জড়িত থাকার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধেও। এছাড়াও টোনির আরেকটা পরিচয় হল, তিনি কনজারভেটিভ প্রার্থী লরার স্বামী। নির্বাচনের ঠিক আগে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে জুয়ার অভিযোগ ওঠায় যথেষ্ট ব্যাকফুটে ঋষি সুনাকের (Rishi Sunak) দল। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ব্রিটেনের গ্যাম্বলিং কমিশন।
কমিশনের তদন্ত নিয়ে কনজারভেটিভ পার্টির তরফে জানানো হয়, হাতেগোনা কয়েকজন নেতার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। বিশদে কিছু বলা হয়নি দলের তরফে। তবে সুনাকের দলকে তোপ দেগেছেন বিরোধীরা। উল্লেখ্য, সকলকে চমকে দিয়ে নির্ধারিত সময়ের অন্তত ৬ মাস আগেই নির্বাচন ঘোষণা করেন সুনাক। সূত্রের খবর, তার অনেক আগে থেকেই নির্বাচনের দিন নিয়ে জুয়া শুরু হয়েছিল কনজারভেটিভ পার্টির অন্দরে। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি তড়িঘড়ি নির্বাচন ঘোষণার নেপথ্যে জুয়াড়িদের হাত রয়েছে?