West Bengal

1 week ago

Cooch Behar:মাথাভাঙায় তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর, বিক্ষোভ কর্মী-সমর্থকদের

TMC office vandalized in Mathavanga
TMC office vandalized in Mathavanga

 

কোচবিহার, ২১ জুন : কোচবিহারের মাথাভাঙা শহর সংলগ্ন হাজরাহাট-২ গ্রাম পঞ্চায়েতের পূর্বখাটেরবাড়ি এলাকায় তৃণমূল দলীয় কার্যালয়ে ভাঙচুর। ছিড়ে ফেলা হল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছবি-সহ দলীয় ফেক্স। শুক্রবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পার্টি অফিসে থাকা টিভিও ভেঙে ফেলা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে এদিন হাজরাহাট মাথাভাঙা রাজ্য সড়কে অবরোধ করেন তৃণমূলের নেতা-কর্মীরা। বেশ কিছুক্ষণ চলে এই বিক্ষোভ।


You might also like!