Country

1 week ago

Lunar Eclipse 2024: ক্রমশ অগ্রসর হচ্ছে বছরের শেষ চন্দ্র গ্রহণের দিন! ভারতে দেখা যাবে কি?

Lunar Eclipse 2024
Lunar Eclipse 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। এটি হবে আংশিক চন্দ্রগ্রহণ। বিশ্বের একাধিক জায়গা থেকে দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা যা সবসময় মানুষকে আকৃষ্ট করে। বিজ্ঞানীদের পাশাপাশি ধর্মীয় পণ্ডিতরাও গ্রহণের দিকে কড়া নজর রাখেন। পৃথিবীর ছায়া চাঁদে পড়লে চন্দ্রগ্রহণ হয়। এই ঘটনাটি শুধুমাত্র পূর্ণিমার সময় ঘটতে পারে, যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ প্রায় পুরোপুরি সারিবদ্ধ থাকে। চন্দ্রগ্রহণ প্রধানত তিন প্রকার। পূর্ণ চন্দ্রগ্রহণ, আংশিক চন্দ্রগ্রহণ ও পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণ।

প্রাকৃতিক নিয়মে সূর্য, পৃথিবী এবং চন্দ্র এক সরলরেখায় অবস্থান করলে, পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ে এবং সংগঠিত হয় চন্দ্রগ্রহণ। একই সরলরেখায় অবস্থান করলেও সূর্য, পৃথিবী এবং চন্দ্রের অবস্থানের উপর নির্ভর করে পূর্ণগ্রাস বা আংশিক (খণ্ড) গ্রাস, চন্দ্রগ্রহণ সংগঠিত হয়। আর একটি বিষয় মনে রাখা প্রয়োজন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় ফুল মুন বা পূর্ণিমা থাকে। এই গ্রহণের সময় সূর্যের আলো চাঁদের দিকে আসার পথে বাধা হয়ে দাঁড়ায় পৃথিবী। আর তার জেরেই পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়বে এবং তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। খানিকক্ষণের জন্য যেন আকাশ থেকে ভ্যানিশ বা উধাও হয়ে যায় চাঁদ। অবশ্য নির্দিষ্ট সময় পরে ফের দেখা যায় চাঁদ।

চন্দ্রগ্রহণের সময়

বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ১৮ সেপ্টেম্বর ভারতীয় সময় সকাল ৬টা ১১ মিনিটে ঘটবে। চন্দ্রগ্রহণ শেষ হবে সকাল ১০টা ১৭ মিনিটে। গ্রহণের মোট সময়কাল হবে ৪ ঘণ্টা ৬ মিনিট। এই সময়ের মধ্যে, একাধিক বিদেশী মহাকাশ সংস্থা এবং অন্যান্য জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলি এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে দুর্গাপুজোর আগেই। চলতি বছরে বিশ্বকর্মা পুজোর সময়কালে রয়েছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণের তিথি। প্রতি বছর সাধারণ ১৭ কিংবা ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হয়। সেই সময়কালের মধ্য়েই পড়েছে এবছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। ২ অক্টোবর মহালয়া। মহালয়া ও পুজোর আগেই রয়েছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ।

ভারতে কি এই চন্দ্রগ্রহণ দেখা যাবে?

বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ মুম্বই সহ ভারতের পশ্চিমাঞ্চলীয় কয়েকটি শহরে প্রাথমিকভাবে দৃশ্যমান হতে পারে। যদিও এই সম্ভাবনা খুবই কম। এরপর চাঁদ দিগন্তের নীচে চলে যাবে। এমন পরিস্থিতিতে ভারত থেকে চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে না। এই কারণে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ভারতে সেভাবে কোনও প্রভাব ফেলবে না।

কোথায়, কোথায় দেখা যাবে চন্দ্রগ্রহণ?

বছরের দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ ইউরোপের সীমিত এলাকা, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয়, আটলান্টিক, ভারত মহাসাগর, আর্কটিক, অ্যান্টার্কটিকা অঞ্চলে দৃশ্যমান হবে।

You might also like!