Country

3 days ago

Amit-Akhilesh: সৌজন্যের নজির, সংসদ চত্বরে করমর্দন শাহ-অখিলেশের

Amit-Akhilesh (File Picture)
Amit-Akhilesh (File Picture)

 

নয়াদিল্লি, ২৭ জুন: বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে দেখা গেল সৌজন্যের ছবি। সংসদের ভিতরে যতই একে অপরপক্ষকে রাজনৈতিক ইস্যুতে তুলোধনা করুক না কেন, সংসদ-কক্ষের বাইরে সৌজন্যে কোনও ঘাটতি দেখা গেল না বৃহস্পতিবার। এদিন সংসদ চত্বরে অমিত শাহর সঙ্গে হাত মেলাতে দেখা যায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে।

জানা গেছে, অমিত শাহ যখন সংসদে প্রবেশ করতে যান, সেই সময় সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলেন অখিলেশ যাদব। সংসদ চত্বরে দুই দলের নেতার মুখোমুখি সাক্ষাৎ হলে, সৌজন্য দেখান শাহ-অখিলেশ দুজনেই। একে অপরের সঙ্গে করমর্দন করতে দেখা যায় উভয়কেই।


You might also like!