নয়ডা, ২৯ জুন : উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় নির্মীয়মান বাড়ির দেওয়াল ভেঙে প্রাণ হারালো ৩টি শিশু। এছাড়াও আরও ৫টি শিশু গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার সূরজপুর থানা এলাকায়। আহত ৫টি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এডিএম (শহর) অতুল কুমার বলেছেন, নির্মীয়মান বাড়ির দেওয়াল ভেঙে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায় ৮টি শিশু। ৩টি শিশুকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন এবং ৫ জনের চিকিৎসা চলছে। পুলিশের দল ঘটনাটি তদন্ত করছে। এডিসিপি সেন্ট্রাল (নয়ডা) হিরদেশ বলেছেন, "গ্রেটার নয়ডার সূরজপুর থানা এলাকায় একটি নির্মীয়মান বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। ঘটনাস্থলে খেলতে থাকা কয়েকটি শিশু ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে যায়। ৩টি শিশু প্রাণ হারিয়েছে এবং বাকি শিশুরা হাসপাতালে চিকিৎসাধীন এবং বিপদমুক্ত।