কলকাতা, ২২ ডিসেম্বর : রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ভোরে কুয়াশার সতর্কতা। দিনের আকাশ থাকবে সামান্য মেঘলা৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৫ ডিগ্রি এবং ১৭ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানা যাচ্ছে৷
হাওয়া অফিস জানিয়েছে, আগামী দিনকয়েক কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত বড়দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে। জাঁকিয়ে শীত না পড়লেও তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। এদিকে ২৭ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।