Breaking News
 
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য, অনামিকার পরিবারের অভিযোগে খুনের মামলা রুজু! Kharagpur IIT: মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,খড়গপুর আইআইটিতে বাংলাভাষায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত! Jwala Gutta : মানবিকতায় উজ্জ্বল জ্বালা গুট্টা, অভাবী শিশুদের মুখে হাসি ফোটাতে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান Calcutta high Court: অবসর নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম,নবতম দায়িত্বে বিচারপতি সৌমেন সেন! ISREL-IRAQ Conflict:'যুদ্ধঘোষণা' পশ্চিম এশিয়ার আরেক রাষ্ট্রনেতার, ইজ়রায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোটের আহ্বান Helencha High School : ছাত্রীদের কুরুচিকর ইঙ্গিত? সহকারী প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মাথা ফাটল মারধরে!

 

Tripura

8 months ago

বিকল্প শক্তি ব্যবহারের উপর আরও বেশী গুরুত্ব দিতে হবে : বিদ্যুৎ মন্ত্রী

Power Minister Ratanlal Nath
Power Minister Ratanlal Nath

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ত্রিপুরার বেশীরভাগ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি থেকে। প্রাকৃতিক গ্যাসের যোগানও এক সময়ে শেষ হয়ে যাবে। তাই বিকল্প শক্তি ব্যবহারের উপর আরও বেশী গুরুত্ব দিতে হবে।  পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমায় মোহনপুর ট্রানজিট ক্যাম্প ও ৩৩ কেভি সাব স্টেশনের শিলান্যাস করে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।

বিদ্যুৎ মন্ত্রী আরও বলেন, আধুনিক পৃথিবীতে প্রতি মুহুর্তেই আমাদের বিদ্যুৎ পরিষেবার প্রয়োজন। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়ন ও ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ট্রানজিট ক্যাম্পটি তৈরী করতে ব্যয় হবে প্রায় দেড় কোটি টাকা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপার্সন শঙ্কর দেব, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, সমাজসেবী ধীরেন্দ্র দেবনাথ, ত্রিপুরা বিদ্যুৎ নিগমের ট্রান্সমিশন জেনারেল ম্যানেজার রতন দেববর্মা প্রমুখ।

You might also like!