Breaking News
 
Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে!

 

West Bengal

7 months ago

Dilip Ghosh :একাধারে ইউনুস প্রশাসন ও ফিরহাদের বিতর্কিত মন্তব্যকে কটাক্ষ দিলীপের

Dilip Ghosh
Dilip Ghosh

 

দুরন্ত  বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে অচলাবস্থার জন্য ইউনুস প্রশাসনকে কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তেমনই তিনি সমালোচনা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্যের। হিন্দু সুরক্ষা দলের নামে সভার আয়োজন করে। সেখানেই দিলীপবাবু এই ম্তব্য করেন। রানি রাসমনি রোডে এদিনের ধিক্কার সভায় উপস্থিত ছিলেন বিজেপি-র কিছু নেতা সহ গেরুয়া শিবিরের এক ঝাঁক নেতা। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেন তিনি।

বিজেপি নেতার অভিযোগ, ‘বাংলাদেশ উর্দুর বিরুদ্ধে লড়াই করে স্বাধীন হয়েছে। উনি (ফিরহাদ হাকিম) মুখ্যমন্ত্রীর আশীর্বাদে পশ্চিমবাংলাকে মুসলিম দেশ করতে উঠেপড়ে লেগেছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণেই এদিনের প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।’

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মনে করিয়ে দেন, হিন্দুদের সুরক্ষা চাই। তাঁদের উপর অত্যাচারের বিহিত চেয়েই আজ পথে নামা। দিলীপের অভিযোগ, সংবিধানের শপথ নিয়ে কীভাবে ফিরহাদ হাকিম, হুমায়ুন কবীররা মুসলিম রাষ্ট্র বানানোর কথা বলতে পারেন? দলের উচিত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।দিলীপবাবু প্রশ্ন তোলেন, তৃণমূল কংগ্রেস কী মৌলবাদীদের পার্টি হয়ে গেছে? যারাই তাদের ভোট দিয়ে জিতিয়েছেন তাঁদেরই উদ্বাস্তু বলে দেশ থেকে তাড়ানোর চক্রান্ত করা হচ্ছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিজয় এবং দেশের স্বাধীনতার প্রতীক হিসেবে স্মরণীয় দিনটি। সারাদেশে সরকারি ও বেসরকারি নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কিন্তু চলতি বছরে পরিস্থিতি অনেকটা বদলেছে। উৎসবের দিন বদলে গেছে আতঙ্ক, বিষাদে। বিজয় দিবসে অগ্নিগর্ভ পরিস্থিতির অবসান ঘটাতেই এদিনের ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। এদিন হাওড়া থেকেও একটি মিছিল রানি রাসমনি রোডে এসে পৌঁছয়।

You might also like!