Country

2 days ago

Rain to continue in delhi:দিল্লি ও হরিয়ানায় আপাতত চলবে বৃষ্টি, মধ্য মহারাষ্ট্রেও প্রবল বর্ষণের সতর্কতা

Rain to continue in delhi
Rain to continue in delhi

 

নয়াদিল্লি, ২৯ জুন : পরিস্থিতি একেবারেই অনুকূল, দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই অগ্রসর হয়েছে বর্ষা। শুরু হয়েছে বৃষ্টিও। দেশের বিভিন্ন রাজ্যে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর। বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর। আইএমডি জানিয়েছে, ৩০ জুন ও পয়লা জুলাই বিহারের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ আইএমডি জানিয়েছে, মধ্য মহারাষ্ট্রেও প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী ২ জুলাই পর্যন্ত মধ্য মহারাষ্ট্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আইএমডি জানিয়েছে, ৩০ জুন পঞ্জাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ১ জুলাইও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর প্রদেশের বিভিন্ন অংশেও ১ জুলাই পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব রাজস্থানে আগামী ২ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হরিয়ানা, চন্ডীগড় এবং দিল্লিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরাখণ্ডেও। সবমিলিয়ে দেশের বিভিন্ন অংশেই আগামী কিছু দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


You might also like!