Country

2 days ago

NET-UG: নিট-ইউজি : ১৫৬৩ পড়ুয়ার দ্বিতীয় বারের পরীক্ষার ফল প্রকাশ করল এনটিএ

NET-UG
NET-UG

 

নয়াদিল্লি, ১ জুলাই : নিট-ইউজি পরীক্ষায় বাড়তি নম্বর বাতিল হওয়া সেই ১৫৬৩ পড়ুয়ার দ্বিতীয় বারের পরীক্ষার ফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এনটিএ জানিয়েছে, "এতদ্বারা জানানো যাচ্ছে যে, নিট (ইউজি) ২০২৪-এর সমস্ত পরীক্ষার্থীদের সংশোধিত স্কোর কার্ডগুলি (২৩ জুন ২০২৪ তারিখে পুনরায় পরীক্ষায় উপস্থিত ১৫৬৩ জন পরীক্ষার্থী সহ) ওয়েবসাইটে (https://exams.nta.ac.in/NEET/) দেখা যাচ্ছে। পরীক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করতে পারেন এবং নিজ নিজ সংশোধিত স্কোর কার্ড দেখতে/ডাউনলোড/প্রিন্ট করতে পারেন।"

নিট-ইউজি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল গত ৪ জুন। নিটের ফল প্রকাশিত হওয়া থেকেই শুরু হয় বিতর্ক। দেখা যায়, একসঙ্গে ৬৭ জন প্রথম হয়েছেন। পেয়েছেন ৭২০-র মধ্যে ৭২০। অর্থাৎ, এক নম্বরও কাটা যায়নি তাঁদের। নিটের ইতিহাসে যা বিরল। শুধু তা-ই নয়, নিটের ফলে আরও একাধিক বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়। দেখা যায়, যে ৬৭ জন সম্পূর্ণ নম্বর পেয়ে প্রথম হয়েছেন, তাঁদের অনেকেই একটি নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছিলেন।

You might also like!