Country

2 days ago

Kiren Rijiju:যে কোনও বিষয়ে আলোচনার জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত : কিরেন রিজিজু

Kiren Rijiju
Kiren Rijiju

 

নয়াদিল্লি, ২৮ জুন : যে কোনও বিষয়ে আলোচনার জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বিরোধীদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। একইসঙ্গে তিনি বলেছেন, কিন্তু সদনের কার্যক্রম স্থগিত করে, কংগ্রেস দলের গৃহীত প্রবণতা - সদনের কাজ করতে না দেওয়া - ঠিক নয়। নিট-ইউজি পরীক্ষায় অনিয়ম ইস্যুতে শুক্রবার উত্তাল হয়েছে সংসদের উভয়কক্ষ। নিট ইস্যুতে এদিন লোকসভায় আলোচনার দাবি জানান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কিন্তু, স্পিকার ওম বিড়লা বলেন, আগে রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপন নিয়ে আলোচনা হবে।

কিন্তু, বিরোধীরা নিজেদের দাবিতে অনড় থাকেন, তাই লোকসভার অধিবেশন প্রথমে দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। পরে অধিবেশন শুরু হলেও, একই পরিস্থিতি বজায় থাকে। তাই দিনের মতো লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। নিট ইস্যুতে আলোচনার দাবিতে বিরোধীদের হট্টগোলের কারণে লোকসভার অধিবেশন ১ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। পরে সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, "সরকারের তরফে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, যে কোনও ইস্যু উত্থাপিত হোক না কেন আমরা বিস্তারিত তথ্য দেব। আমরা সদস্যদের আবারও আশ্বস্ত করছি, সরকার সর্বদা আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু, সদনের কাজকর্মে ব্যাঘাত ঘটানোর তীব্র নিন্দা জানাই।"


You might also like!