West Bengal

2 days ago

Weather forecast of Bengal: বৃষ্টির ঘাটতি মিটছেই না, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া অস্বস্তিকরই

South Bengal including Kolkata is uncomfortable
South Bengal including Kolkata is uncomfortable

 

কলকাতা, ২৬ জুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষা এলেও বৃষ্টি এখনও অধরাই। ফলে বৃষ্টির ঘাটতি দেখে দিয়েছে দক্ষিণবঙ্গে, সবচেয়ে বেশি ঘাটতি কলকাতায়। আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি না হলে এই ঘাটতি মেটা সম্ভব নয়। একই অবস্থা হাওড়া, হুগলি এবং দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায়। বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে বৃষ্টি হলেও মৌসুমী বায়ু দুর্বল থাকাতে এই পরিস্থিতি।

দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি হলেও, আবহাওয়া অস্বস্তিকরই। দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ের অনেক পরই প্রবেশ করেছে বর্ষা। তাও সব জেলায় এখনও প্রবেশ করেনি বর্ষা। যেখানে বর্ষা প্রবেশ করেছে, সেখানেও ছিটেফোঁটাই হচ্ছে বৃষ্টি। তাতেই ঘাটতি ও অস্বস্তি দুইই বাড়ছে। বুধবার সকালেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের কোথাও আগামী কিছুদিনের মধ্যে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে, উত্তরবঙ্গে ফের বৃষ্টির পরিমান বাড়বে। ২৭ জুন পর্যন্ত বৃষ্টির পরিমান বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!