West Bengal

3 months ago

Doon Express Incident :দুন এক্সপ্রেসের রিজার্ভড কামরায় সিট যাত্রীদের উপরে হামলার অভিযোগ,বেধড়ক মার যাত্রীদের

Doon Express Incident
Doon Express Incident

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাওড়াগামী দুন এক্সপ্রেসের কামরায় দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ উঠল সোমবার। রিজার্ভেশন ছাড়া সংরক্ষিত কামরায় উঠে ঝামেলা করার ঘটনা প্রায়ই শোনা যায় দূরপাল্লার ট্রেনগুলিতে। এবার তেমনটাই ঘটল দুন এক্সপ্রেসে। রেল পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন যাত্রীরা। উঠছে যাত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন।

হৃষীকেশ থেকে হাওড়াগামী দুন এক্সপ্রেসে ঘটেছে এই হামলার ঘটনা। যাত্রীদের অভিযোগ, সোমবার রাতে ট্রেন যখন বিহারের মধ্যে দিয়ে আসছিল, তখন সংরক্ষিত কামরায় ওঠেন কয়েক জন। তাঁদের কাছে কোনও টিকিট ছিল না। তবুও সংরক্ষিত আসনে বসার চেষ্টা করেন। যাত্রীরা বাধা দিলে শুরু হয় দু’পক্ষের মধ্যে বচসা। সেই থেকেই মারামারির ঘটনা।

ঘটনাটি ঘটেছে, দুন এক্সপ্রেসের এস ৯ কামরায়। ওই কামরার যাত্রীদের কথায়, সংরক্ষিত আসনে বসতে না দেওয়ায় চড়াও হয় দুষ্কৃতীরা। এমনকি প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। ওই ট্রেনের কামরায় থাকা বিশ্বজিৎ ভট্ট নামে এক যাত্রী বলেন, ‘‘আমাদের ক্রমাগত হুমকি দিতে থাকে। বলা হয়, পরের স্টেশন এলে দেখে নেওয়া হবে। ট্রেন কুন্দ্রা স্টেশন ঢুকতেই কামরায় উঠে পড়ে প্রচুর লোক। তাদের কারও হাতে ছুরি, কারও হাতে লাঠি। আমাদের ধরে মারধর শুরু করে। আমাদের সঙ্গে ছ’বছরের বাচ্চা ছিল। তাকেও মারধর করা হয়। তার পর ট্রেনে ভাঙচুর চালায়। জানলার কাচ ভেঙে দেয়।’’

অভিযোগ, একাধিক যাত্রী আহত হয়েছেন। কারও মাথা ফেটেছে, কারও হাত-পায়ে চোট লেগেছে। হাওড়া স্টেশনে নামার পর জিআরপিতে অভিযোগ করেন আক্রান্ত যাত্রীরা। স্টেশনেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাঁদের।


You might also like!