kolkata

2 days ago

BJP Candidate Abhijit Das:‘সমস্ত অভিযোগ ভিত্তিহীন..’,৮ পাতার জবাব দিয়ে বঙ্গ বিজেপিকে তোপ ববির

BJP Candidate Abhijit Das
BJP Candidate Abhijit Das

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দলবিরোধী আচরণের অভিযোগে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববিকে শোকজ করেছিল গেরুয়া শিবির। কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ 'ভিত্তিহীন' বলে জানালেন ববি। পাল্টা জবাবি চিঠিতে রাজ‌্য বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।অভিজিৎ দাসের দাবি, ‘‘ঘটনার দিন তিনি এলাকায় ছিলেন না। বাইরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। প্রয়োজনে সিসিটিভি দেখা হোক। সমস্ত অভিযোগই ভিত্তিহীন।’’

অভিজিৎ দাসের কথায়, “দলের তরফে দেওয়া শোকজের চিঠি তিনি হাতে পাওয়ার আগে কীভাবে মিডিয়ার কাছে গেল। দলের তরফে যাঁরা এই কাজে যুক্ত তাঁদের বিরুদ্ধেও তদন্ত করতে হবে।’’ এরপর দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অভিজিৎ দাসের দাবি, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করেই এসব করা হচ্ছে। প্রসঙ্গত, শোকজের চিঠি আগেই প্রকাশ্যে চলে এলেও সোমবার সেই চিঠি ডাক মারফত হাতে পান অভিজিৎ।

 দলের কেন্দ্রীয় টিমের সামনে ‘ঘরছাড়া’ বলে যে বিজেপি কর্মীদের দেখিয়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলা বিজেপির নেতৃত্ব, তাঁরা নকল বলে দাবি করে ক্ষোভ উগরে দিয়েছিল আরেকদল বিজেপি কর্মী। ত্রিপুরার প্রাক্তন মুখ‌্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে বিজেপির কেন্দ্রীয় টিমকে ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন ওই গেরুয়া কর্মীরা। যাঁদের ‘ঘরছাড়া’ বলে দেখানো হয়েছে তাঁরা আসল নয়, তাঁরা নকল। সাজিয়ে নকল ঘরছাড়াদের বিজেপির জেলা পার্টি অফিসে রাখা হয়েছে বলে এই অভিযোগ তুলে কেন্দ্রীয় টিমের সামনে বিজেপিরই একাংশ ক্ষোভ উগরে দিয়ে এই বিস্ফোরক অভিযোগ করেছিলেন। সেই ঘটনায় ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের ইন্ধন ছিল বলে অভিযোগ উঠতেই তড়িঘড়ি তাঁকে শোকজ করে সাময়িক বরখাস্ত করা হয়েছিল বঙ্গ বিজেপির তরফে।


You might also like!