International

2 days ago

Egypt: মিশরে ৯০০ বছরের পুরনো ১৪০০টি মমি উদ্ধার

1,400 900-year-old mummies found in Egypt
1,400 900-year-old mummies found in Egypt

 

ইজিপ্ট, ২৮ জুন: মিশরের আসওয়ান শহর থেকে উদ্ধার ১৪০০টির বেশি মমি। শুক্রবার মিশরের প্রত্নতাত্ত্বিক বিভাগের তরফে জানা গেছে, সম্প্রতি মিশরের এই শহর থেকে প্রত্নতাত্ত্বিকরা ৩৬টি সমাধি খুঁজে পেয়েছেন। যার প্রতিটিতে ৩০ থেকে ৪০টি মমি রয়েছে। জানা গেছে, মমিগুলি ৯০০ বছর আগের বলে অনুমান করছেন প্রত্নতাত্ত্বিকরা।

উল্লেখ্য, প্রত্নতাত্ত্বিকরা এই শহরটিকে এমনিতেই "মৃতের শহর" বলে থাকেন। নীল নদের পূর্ব তীরে অবস্থিত এই আসওয়ান শহরটি ৪৫০০ হাজার বছরের পুরনো। এই শহরে মধ্যে প্রাচীন পারস্য, মিশরীয়, রোমান, গ্রীক এবং উপক্রান্তীয় আফ্রিকানরা বসবাস করত। প্রত্নতাত্ত্বিকদের একটি বিশেষ দল পাঁচ বছর ধরে কাজ করে এই মমিগুলি আবিষ্কার করেছেন। মনে করা হচ্ছে, এখানে যাঁদের সমাধিস্থ করা হয়েছিল তাঁরা সংক্রামক রোগে মারা গিয়েছিলেন।

প্রত্নতাত্ত্বিকরা জানান, এই শহরে মানুষদের শ্রেণি অনুসারে সমাধিস্থ করা হয়েছে। অভিজাতদের পাহাড়ের চূড়ায় সমাধিস্থ করা হয়েছে এবং মধ্যবিত্তদের তাঁদের নীচে সমাধিস্থ করা হয়েছে। মিলানের একজন প্রত্নতত্ত্ববিদ প্যাট্রিজিয়া পিয়াসেন্টিনি বলেন, সমাধিস্থলটি প্রায় ২ লক্ষ ৭০ হাজার ফুট প্রসারিত।


You might also like!