Country

2 days ago

Mallikarjun Kharge: রাজ্যসভার ওয়েলে নেমে পড়লেন খাড়গে, ধনখড় বললেন তিনি মর্মাহত

Mallikarjun Kharge (File Picture)
Mallikarjun Kharge (File Picture)

 

নয়াদিল্লি, ২৮ জুন: রাজ্যসভার ওয়েলে নেমে পড়লেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। শুক্রবার খাড়গে ওয়েলে নেমে পড়ায় দুঃখপ্রকাশ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। এদিন ধনখড় বলেছেন, "আজ ভারতীয় সংসদের ইতিহাসে একটি কলঙ্কিত দিন, স্বয়ং বিরোধী দলনেতা ওয়েলে এসেছেন। এমনটা আগে কখনও ঘটেনি। আমি ব্যথিত, মর্মাহত।"

এদিকে, রাজ্যসভার ওয়েলে নেমে আসা প্রসঙ্গে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, "এটি তাঁর (রাজ্যসভার চেয়ারম্যান) ভুল। আমি তাঁর দৃষ্টি আকর্ষণ করতে ভিতরে গিয়েছিলাম। কিন্তু তারপরও তিনি তাঁকাননি, আমি তাঁর মনোযোগ আকর্ষণ করছিলাম, তবুও তিনি তাঁকাননি। আমি অবশ্যই বলব, এটি চেয়ারম্যান সাহেবের ভুল ছিল এবং এই রাজ্যসভার মর্যাদা বজায় রাখা উচিত। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, লক্ষাধিক শিক্ষার্থী উদ্বিগ্ন, তাই জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা কাউকে বিরক্ত করতে চাইনি।"


You might also like!