International

2 days ago

Slovakia:স্লোভাকিয়ায় বাসকে ধাক্কা মারল ট্রেন, মৃত্যু ৬ জনের

Train hits bus in Slovakia, 6 dead
Train hits bus in Slovakia, 6 dead

 

ব্রাতিস্লাভা, ২৮ জুন : স্লোভাকিয়ায় প্রাগ থেকে বুদাপেস্টগামী একটি ট্রেন ধাক্কা মারল বাসে। দক্ষিণ স্লোভাকিয়ায় এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। পুলিশ এবং স্লোভাক রেলওয়ে কোম্পানি বলেছেন, স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার বিকেল ৫টার কিছু পরে (স্থানীয় সময়) নভে জামকি শহরের কাছে যখন দুর্ঘটনাটি ঘটে তখন ইউরোসিটি ট্রেনটিতে ১০০ জনেরও বেশি যাত্রী ছিলেন।

স্লোভাকিয়ার রেসকিউ সার্ভিস দ্বারা মৃত্যু ও আহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংঘর্ষের পর ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। ট্রেনের সঙ্গে সংঘর্ষে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস সুতাই এস্টক দুর্ঘটনাস্থলে যান।


You might also like!