Country

3 months ago

Om Birla:এনডিএ-র স্পিকার পদপ্রার্থী ওম বিড়লা, ইন্ডি জোটের প্রার্থী কোডিকুন্নিল সুরেশ

NDA speaker candidate Om Birla
NDA speaker candidate Om Birla

 

নয়াদিল্লি, ২৫ জুন  : প্রথম থেকেই নতুন সরকারের সঙ্গে টানাপোড়েন শুরু করেছে বিরোধীরা। এনডিএ-র স্পিকার পদের পাল্টা ইন্ডি জোটও স্পিকার পদে প্রার্থী করলো কোডিকুন্নিল সুরেশকে রাজধানীর রাজনীতির অলিন্দে যিনি কে সুরেশ নামেই পরিচিত।

মঙ্গলবার স্পিকার পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার দিন। এদিন ওম বিড়লাকে স্পিকার পদের জন্য প্রার্থী করে এনডিএ। মনোনয়ন জমা দেন তিনি। পাল্টা কেরলের কংগ্রেস সাংসদ কে সুরেশ-কে দিয়ে স্পিকার পদের জন্য মনোনয়ন জমা দেওয়ানো হয় ইন্ডি জোটের তরফে।

এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী রবিরঞ্জন সিং বলেন, লোকসভার অধ্যক্ষ সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল ও ডিএমকে-র টিআর বালু এসেছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা হয়। উনি তাঁদের এনডিএর তরফে স্পিকার পদপ্রার্থীর নাম জানান এবং সমর্থন চান। বেণুগোপাল সাহেবের বক্তব্য ছিল, ডেপুটি স্পিকার হিসাবে ইন্ডিয়ার কাউকে দিতে হবে। আর এখনই তার মান্যতা দিতে হবে. রবিরঞ্জনের এও দাবি, প্রতিরক্ষামন্ত্রী বেণুগোপালকে জানান, যখন ডেপুটি স্পিকার পদে ভোটাভুটি হবে, তখন সকলে মিলে বসে আলোচনা করেই ডেপুটি স্পিকার ঠিক হবে। তবে বেণুগোপাল দাবিতে অনড় ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, গণতন্ত্রে শর্ত দিয়ে, চাপ দিয়ে রাজনীতি হয় না।


You might also like!