দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- চলছে দুর্গাপুজোর কাউন্টডাউন। আর ১৮ দিন পরেই ছেলেমেয়েদের নিয়ে মর্তে আসবেন মা দুর্গা। আনন্দে মাতবে রাজ্যবাসী। তবে দেবী দুর্গার সঙ্গে গণেশ,কার্তিক, সরস্বতী ও দেবী লক্ষ্মী থাকেন কেন ? এর নেপথ্যে রয়েছে এক অন্য কাহিনী।
শাস্ত্র মতে, দেবী দুর্গা কৈলাস থেকে ছেলেমেয়েদের নিয়ে মর্ত্যে বাপের বাড়ি বেড়াতে আসেন।সঙ্গে আসে চার ছেলেমেয়ে। আসলে এই চার ছেলেমেয়ে বিরাট ইঙ্গিত বহন করে। এই চারজন দেব দেবী হল সমাজের চার বর্ণের প্রতীক। আমাদের সমাজের চারবর্ণ হল বুদ্ধিজীবি-ব্রাহ্মণ, শাসকশ্রেণি-ক্ষত্রিয়, বৃত্তিজীবি-বৈশ্য এবং শ্রমজীবি-শূদ্র।
সরস্বতী : এখানে সরস্বতী হল বুদ্ধি ও জ্ঞানের অধিষ্ঠাত্রী ও সত্ত্বগুণস্বরূপিণী। তাই সরস্বতী হল ব্রাহ্মণগণের প্রতীক।
কার্তিক : বীরত্ব ও তেজের প্রতীক হলেন কার্তিক। এখানে কার্তিক’কে দেখানো হয়েছে ক্ষত্রিয় শক্তির প্রতিনিধিত্ব করতে।
লক্ষ্মী : দেবী লক্ষ্মী হল শস্য, সমৃদ্ধি ও ধনসম্পদের অধিষ্ঠাত্রী যা বৈশ্যদের সম্পাদিত কৃষিকাজ ও ব্যবসার মাধ্যমে পূর্ণ হয়। যে শস্যশ্যামলা ও ধনসম্পদ দিয়ে সাজিয়ে তোলে পুরো পৃথিবীকে।
গণেশ : যিনি গণদেবতা,যিনি শ্রমিকশ্রেণিকে বা শূদ্রদের কর্মদক্ষতা প্রদান করছেন।