কলকাতা, ২১ সেপ্টেম্বর : ডিভাইডার টপকে অন্য লেনে উঠে পড়ল লরি। তারই জেরে শুক্রবার মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল দ্বিতীয় হুগলি সেতুতে। দুর্ঘটনাগ্রস্ত লরির চালকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও ৩ জন। শুক্রবার মধ্যরাতে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায় দ্বিতীয় হুগলি সেতুতে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ জানিয়েছে, সাঁতরাগাছি থেকে কলকাতার দিকে যাওয়া একটি পণ্য বোঝাই লরি আচমকা ডিভাইডার টপকে অন্যদিকের লেনে ঢুকে পড়ে। উল্টোপথে সাঁতরাগাছির দিকে যাচ্ছিল অন্য একটি লরি। দু'টি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। পিছনে থাকা আরও তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাস্থলেই লরির চালকের মৃত্যু হয়। জখম হন আরও তিনজন। তাঁদেরকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করে পুলিশ। দুর্ঘটনার জেরে রাতে প্রায় ১ ঘন্টার বেশি সময় ধরে দ্বিতীয় হুগলি সেতুর হাওড়া-কলকাতাগামী লেনে যান চলাচল বন্ধ থাকে।