kolkata

4 hours ago

BJP attacks Congress headquarters: কলকাতার রাজপথে তপ্ত রাজনীতি, কংগ্রেস অফিস ঘিরে সংঘাতে বিজেপি!

Vandalism at the Bidhan Bhawan
Vandalism at the Bidhan Bhawan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিহারে বিজেপি–কংগ্রেস সংঘাতের রেশ এসে পৌঁছল কলকাতায়। প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে হানা দিল একদল বিজেপি কর্মী–সমর্থক। সেখানেই শুরু হল ব্যাপক তাণ্ডব। অভিযোগ, বিজেপি নেতা রাকেশ সিংয়ের নেতৃত্বে ভবনের বাইরে ভাঙচুর চালানো হয় এবং আগুন লাগানোর ঘটনাও ঘটে। শুধু তাই নয়, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছবি-সহ একাধিক ব্যানার ও পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগও উঠেছে।

শুক্রবার কংগ্রেসের দপ্তরে বিজেপির পতাকা হাতে হামলা চালায় কর্মীরা। আগুন লাগিয়ে দেওয়া হয় কংগ্রেসের পতাকায়। রাহুল গান্ধীর পোস্টারে কালি ছেটানো ও ব্যানার পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠছে। রাকেশ সিংয়ের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়েছে।

এই ঘটনার পরই রাজ্য বিজেপির সভাপতিকে খোলা চিঠি লিখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি লিখেছেন, ‘আজ সকালে প্রদেশ কংগ্রেসের কার্যালয় খোলা ছিল না।  চোর-কাপুরুষের মতো অতর্কিতে ‘বিধান ভবন’- ঢুকে আপনার দলের সমাজবিরোধী কর্মী ও নেতারা যেভাবে কংগ্রেস নেতৃত্বের ছবি নষ্ট করেছে। এবং কংগ্রেসের সম্পত্তি বিনষ্ট করেছে সে বিষয়ে আপনার সুস্পষ্ট ব্যাখ্যার অপেক্ষায় থাকলাম আমরা।’ তিনি আরও যোগ করেছেন, ‘এরপরেও যদি রাকেশ সিংয়ের বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা না নেয়, পুলিশ তাকে গ্রেপ্তার না করে তবে রাজ্যজুড়ে কংগ্রেস কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ কোন পর্যায়ে যাবে, তা আমাদের জানা নেই।’

You might also like!