নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মঙ্গলবার সুপ্রিম কোর্টে দিল্লি সরকারি স্বাস্থ্যকেন্দ্র (ডিজিএইচসি)-র উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি কপিল সিব্বলও উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, "এই স্বাস্থ্যকেন্দ্র আইনজীবী, মামলাকারী যারাই মূলত আদালতের প্রাঙ্গণে থাকে তাঁদের প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য দিল্লি সরকারের সহযোগিতায় স্থাপন করা হয়েছে৷ যদি আরও রেফারেল প্রয়োজন হয়, তবে রোগীকে অ্যাম্বুলেন্সে করে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এছাড়াও রক্তের রিপোর্ট, ইএনটি, অবজারভেশন বেডের মতো অন্যান্য সুবিধাও রয়েছে যাতে রোগীকে স্থিতিশীল করা যায়।"
সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি কপিল সিব্বল বলেছেন, "দীর্ঘ দিনের দাবি ছিল এটি, কারণ আইনজীবীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আদালতে কাজ করেন এবং সেখানে অনেক চাপ থাকে, তাই এই ধরনের স্বাস্থ্যকেন্দ্রের প্রয়োজন ছিল। আমরা অবশ্যই প্রধান বিচারপতিকে অভিনন্দন জানাই এই পদক্ষেপ নেওয়ার জন্য এবং কেন্দ্রটিকে আধুনিক করার জন্য।"