Entertainment

5 days ago

Emergency Release Date:ভারতের জরুরি অবস্থার ৫০ বছর, 'ইমার্জেন্সি' মুক্তির তারিখ জানালেন কঙ্গনা

Emergency Release Date
Emergency Release Date

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জয় ললিতার পর এবার ইন্দিরা গান্ধী হয়ে দর্শকের দরবারে ধরা দিতে আসছেন বলিউডের ট্যালেন্টেড অভিনেত্রী কঙ্গনা রানাউত। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জুতোয় পা গলিয়েছেন কুইন কঙ্গনা। ইমার্জেন্সির ফার্স্ট লুক টিজারে কঙ্গনার অভিনয়ের কয়েক ঝলক মন ছুঁয়েছিল সিনেপ্রেমীদের। ছবি মুক্তির দিনক্ষণ নিয়ে চলেছে অনেক টালবাহানা। নভেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু, পরে কঙ্গনাই জানান, ব্যাক-টু-ব্যাক রিলিজের জন্য মুক্তির দিন পিছিয়ে দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে ভোটের কাজের ব্যস্ততার জন্য আরও একবার মুক্কির দিন পরিবর্তনের কথা বলেন কঙ্গনা। হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা আসনে বিজেপির টিকিটে লড়ে জিতেছেন। ভোটের ময়দানে সফল হতেই এমার্জেন্সি মুক্তির দিন ঘোষণা করলেন। আগামী ৬ সেপ্টেম্বর সিলভার স্ক্রিনে মুক্তি পাবে কঙ্গনা পরিচালিত দ্বিতীয় ছবি এমার্জেন্সি।

তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "আমি নাট্যকার-কবি উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ থেকে অনুপ্রাণিত হয়েছি ৷ এমারজেন্সি ছবির সারমর্ম হল, উচ্চাকাঙ্ক্ষা যখন নৈতিক সীমাবদ্ধতা লঙঘন করে তখন তার পরিণান ধ্বংসাত্মক হয় ৷ নিঃসন্দেহে এমারজেন্সি ভারতীয় গণতন্ত্রে সংবেদশনীল অধ্যায় ৷ আমি অধীর আগ্রহে রয়েছি গ্লোবালি 6 সেপ্টেম্বর এই ছবির মুক্তিকে ঘিরে ৷" ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে ৷

অন্যদিকে, দেশাত্মবোধক থ্রিলার ছবি 'উলঝ' 5 জুলাইয়ের পরিবর্তে মুক্তি পাবে 2 অগস্ট ৷ নির্মাতারা জানিয়েছেন, ছবির পোস্ট-প্রোডাকশনের কাজ বাকি থাকায় পিছিয়েছে 'উলঝ' মুক্তির তারিখ ৷ চিত্রনাট্য লিখেছেন পারভেজ শেখ ও সারিয়া ৷ সংলাপ লিখেছেন আতিকা চৌহান ৷ জাহ্নবীর পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আদিল হুসেন, রোশান ম্যাথিউ, রাজেন্দ্র গুপ্তা ও জিতেন্দ্র জোশি-সহ আরও অনেকে ৷ অন্যদিকে, জাহ্নবী কাপুরের স্পোর্টস রোমান্টিক ছবি 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' নজর কেড়েছে দর্শকদের ৷ পাশাপাশি তেলুগু ছবিতেও হাত পাকাতে চলেছেন 'ধড়ক' অভিনেত্রী ৷ অ্যাকশনধর্মী ছবি 'দেবারা পার্ট: 1' মুক্তি পাবে 27 সেপ্টেম্বর ৷

সত্তরের দশকে দেশে জারি ‘জরুরি অবস্থা’র প্রেক্ষাপটে তৈরি হয়েছে 'এমার্জেন্সি'৷ আগেই ফার্স্ট লুক, টিজার প্রকাশ্যে এসেছিল । প্রস্থেটিক মেকাপে ইন্দিরার লুকে কঙ্গনাকে চেনা দায় ৷ কঙ্গনা ছাড়াও সিনেমায় গুরুত্বপর্ণ ভূমিকায় অভিনয় করেছেন মহিমা চৌধুরী, মিলিন্দ সোমন, শ্রেয়াস তলপেড়ে, বিকাশ নায়ার ও প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক ।


You might also like!