Entertainment

3 days ago

Parambrata Chattopadhyay :‘গান ভালবাসে বলেই এই উপহার দিলাম’, বিয়ের পর প্রথম জন্মদিন, পরমের জন্য আদুরে চিঠিতে কী লিখলেন পিয়া?

Parambrata Chatterjee and Pia Chakraborty
Parambrata Chatterjee and Pia Chakraborty

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিয়ের পরে প্রথম জন্মদিন। ঠিকই। কিন্তু সবাই জানে, পরম নিজের কাজ কতটা ভালবাসে। ওর কাজ থেমে থাকে না। পরম ‘ওয়ার্কোহোলিক’। তাই জন্মদিনে ওর এ বার বাড়িতে থাকা হচ্ছে না। সকালেই ও ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছে। সে জন্য জন্মদিনে আলাদা করে কোনও পরিকল্পনা নেই। পরম এ দিনটা কাজ নিয়েই থাকবে।

এদিন পিয়া চক্রবর্তী পরমব্রত চট্টোপাধ্যায়ের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে কোথাও তাঁদের বিদেশ ভ্রমণের সময় রাস্তায় তোলা একটি ছবি পোস্ট করতে দেখা যায়, দ্বিতীয় ছবিতে আবার ঘরে বসে গিটার বাজাতে দেখা যাচ্ছে অভিনেতাকে। তৃতীয় এবং চতুর্থ ছবিতেও তাঁদের বেড়াতে যাওয়ার দুটি মুহূর্ত ফ্রেমবন্দি করা আছে।

এদিন এই ছবিগুলো পোস্ট করে পিয়া চক্রবর্তী লেখেন, 'এই পোস্ট ব্যবহার করে ওকে মনে করাতে চাই যে আমি ওর অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি।' একই সঙ্গে তিনি এই পোস্টে লেখেন, 'শুভ জন্মদিন ভালোবাসা।'

অনেকেই পিয়ার এই পোস্টে পরমব্রতকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মনোসমাজকর্মী রত্নাবলী রায়, রূপম ইসলামের স্ত্রী রূপসা দাশগুপ্ত সহ আরও অনেকেই মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'শুভ হোক জন্মদিন পছন্দের অভিনেতা।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'কি সুন্দর লেখাটা, ভালোবাসায় থেকো তোমরা পছন্দের জুটি।'

পিয়া চক্রবর্তীর এটা দ্বিতীয় বিবাহ। এর আগে তাঁর সঙ্গে অনুপম রায়ের বিয়ে হয়েছিল। ফলে গত বছর শেষের দিকে যখন পিয়া এবং পরমব্রত নতুন ভাবে তাঁদের জীবন শুরু করেন তখন তাঁদের বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়। কিন্তু সেসবকে উপেক্ষা করে বর্তমানে তাঁরা চুটিয়ে সংসার করছেন।


You might also like!